ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু ৬ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
৫ দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আগামী ৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হবে ৫ দিনব্যাপী আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব মেলা।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া এ তথ্য জানান।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বিআইসিসিতে এ মেলার শুরু হবে।

চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলায় ২০২টি স্টল স্থান পেয়েছে। মেলায় আমরা ২০ বিল্ডিং ম্যাটেরিয়াল ও ১৪টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পেরেছি। মেলায় এ কো-স্পন্সর হিসেবে অংশ নিয়েছে সর্বমোট ৩০টি প্রতিষ্ঠান।

লিয়াকত আলী ভূঁইয়া আরও বলেন, আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০১৯’। মেলায় আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে রিহ্যাব ১৮ বছর ধরে সফলভাবে রিহ্যাব ফেয়ারের আয়োজন করে আসছি। আমাদের আশা বিগত আয়োজনের ধারাবাহিকতায় এবারও একটি সফল ফেয়ার আমরা উপহার দিতে পারবো। এ মেলার মাধ্যমে আমাদের সদস্য প্রতিষ্ঠান ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট (দ্বিতীয়) মো. আনোয়ারুজ্জামান, রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট (তৃতীয়) কামাল মাহমুদ, রিহ্যাব পরিচালক মো. শাকিল কামাল চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।