ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভুটানকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
ভুটানকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আহ্বান ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়

ঢাকা: বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে ভুটাকে বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।

এজন্য দুই দেশের মধ্যে আকাশ পথে যোগাযোগ বাড়লে উভয় দেশ উপকৃত হবে। এতে করে বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে অনেক সুফল পাওয়া যাবে।

সোমবার (০৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সুনাম রাবগি’র সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।  

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ভুটান বাংলাদেশের স্বাধীনতাকে প্রথম স্বীকৃতি দিয়েছে, এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ। বাংলাদেশ ভুটানে তৈরি খাবার, তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে আসছে। তবে বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী আমদানি করে বাংলাদেশ। এ কারণে ভুটানে রপ্তানির চেয়ে বাংলাদেশের আমদানি বেশি।

২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশ ভুটানে রপ্তানি করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার, একই সময়ে আমদানি করেছে ৩২ দশিমক ২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।