ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আহমেদ আকবর সোবহানের সঙ্গে চিকিৎসক প্রতিনিধিদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
আহমেদ আকবর সোবহানের সঙ্গে চিকিৎসক প্রতিনিধিদের সাক্ষাৎ বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইব্রাহিত কার্ডিয়াক হাসপাতালের দুই চিকিৎসক। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের একটি প্রতিনিধিদল। 

বুধবার (০৬ ফেব্রুয়ারি) সকালে চেয়ারম্যানের কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ হয়। প্রতিনিধি দলে ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শহিদুল ইসলাম এবং শিশু হৃদরোগ সার্জন ডাক্তার মো. রোকনুজ্জামান সেলিম।

 

এ সময় তারা হৃদরোগে আক্রান্ত দেশের হতদরিদ্র ও সুবিধা-বঞ্চিত শিশুদের ব্যয়বহুল চিকিৎসায় বসুন্ধরা ফাউন্ডেশন যে সহায়তা করছে সেজন্য বসুন্ধরা গ্ৰুপের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

বসুন্ধরা গ্ৰুপের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব এ সময় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।