ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইয়ামাহা বাংলাদেশে নিয়ে এলো স্পোর্টস লুক স্কুটার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ইয়ামাহা বাংলাদেশে নিয়ে এলো স্পোর্টস লুক স্কুটার

ঢাকা: এসিআই মটরস ইয়ামাহ বাংলাদেশে নিয়ে এলো স্পোর্টস লুক স্কুটারের ‘রে জেড আর স্ট্রিট র‌্যালি’। স্কুটারটির ডিজাইন করা হয়েছে পুরুষ ও নারী উভয় রাইডারের কথা চিন্তা করে।

তাই পুরুষ ও নারী উভয়ই ব্যবহার করতে পারবে এই স্কুটারটি। স্টাইলিশ ও স্পোর্টি লুকের স্কুটারটি সহজেই সবার নজর কাড়বে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) এসিআই মটরসের ফ্ল্যাগশিপ সেন্টার ইয়ামাহা থ্রিএস সেন্টার, তেজগাঁও এবং প্লাটিনাম ডিলার পয়েন্ট-ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর ৬০ফিট রোড, মিরপুর-২, ঢাকায় ডেলিভারি শুরু করা হয় স্ট্রিট র‌্যালি স্কুটারের।

অনুষ্ঠানে এসিআই মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।