ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে এলো মিল্ক পাউডার ক্যালসি-প্রো

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
বাজারে এলো মিল্ক পাউডার ক্যালসি-প্রো .

ঢাকা: নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাজারে নিয়ে এলো হাই ক্যালসিয়াম নন ফ্যাট মিল্ক পাউডার ক্যালসি-প্রো।

শুক্রবার  (২২ ফেব্রুয়ারি) পণ্যটি বাজারজাতকরণ উপলক্ষ্যে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ সময় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের দায়িত্বে দিল্লিতে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার জোয়ানা কেম্পকারস উপস্থিত ছিলেন।

 

আরও ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এ মল্লিক, এফসিএ এবং নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক ফন্টেরা লিমিটেডের টেকনিক্যাল ম্যানেজার মিস্টার জেরাড প্রমুখ।

অনুষ্ঠানে মিস্টার জেরাড ক্যালসি-প্রো’র গুণগতমান ও উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।