ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা এলপিজির নতুন সিলিন্ডারে নারীর কাজের রেখাচিত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
বসুন্ধরা এলপিজির নতুন সিলিন্ডারে নারীর কাজের রেখাচিত্র বসুন্ধরা এলপি গ্যাসের নতুন সিলিন্ডার। ছবি: রাজীন চৌধুরী/বাংলানিউজ

ঢাকা: বিশ্ব নারী দিবস উপলক্ষে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কাজে নারীর স্বীকৃতি হিসেবে বসুন্ধরা এলপি গ্যাসের নতুন সিলিন্ডার উন্মোচন করা হয়েছে। 

নতুন এই সিলিন্ডারে রেখা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে আবহমান কাল ধরে নারীদের উল্লেখযোগ্য কর্ম। নারীদের বিশাল কর্মকে সম্মান জানাতেই বসুন্ধরা এলপি গ্যাসের এই ক্ষুদ্র  প্রয়াস।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসব সিলিন্ডার বাজারে ছাড়া হবে।

বুধবার (০৬ মার্চ) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়াটার-২ এ নতুন সিলিন্ডার উন্মোচন করেন নিউজ টোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান।

এ সময় তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের অসংখ্য পণ্যের মধ্যে এলপি গ্যাস বেশ ভালো অবস্থানে রয়েছে। বসুন্ধরা গ্রুপ যেকাজ শুরু করে সেটাতেই সফল হয়, এট‍া সবাই জানি। এবার নারীদের কর্মের স্বীকৃতি হিসেবে গ্যাস সিলিন্ডারে রেখাচিত্র দেয়া হয়েছে।  

অনুষ্ঠানে বক্তব্য দেন সামিয়া রহমান।  ছবি: রাজীন চৌধুরী/বাংলানিউজসামিয়া রহমান বলেন, যেসব নারী ঘরে রান্নার সময় দেখবেন বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডারে তাদের কাজের রেখাচিত্র তুলে ধরা হয়েছে, তখন এই কোম্পানির প্রতি ওই সব নারীদের সমানুভূতি বাড়বে।  

নারী ক্রেতাদের জন্য বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডারে ৫ থেকে ১০ শতাংশ ছাড় দেয়ারও পরামর্শ দেন তিনি।  

নিউজ টোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স বলেন, যেসব নারী বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করছেন, তাদের বাসায় গিয়ে সেই চিত্র দিয়ে বিজ্ঞাপন প্রচারেরও ব্যবস্থা কর‍া যেতে পারে।  

অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব মার্কেটিং এমএম জসিম উদ্দিন বলেন, বসুন্ধরা এলপি গ্যাস মানুষের নিত্য দিনের অনুষঙ্গ। দেশের ৮৫ শতাংশের বেশি নারী রান্নার কাজে বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহার করেন। আমরা এসব নারীদের সম্মান দেয়ার চেষ্টা করেছি ছোট পরিসরে।

‘বসুন্ধর‍া এলপি গ্যাসের ২০ বছরপূর্তিতে এই প্রথমবারের মতো নারীদের সম্মানে বড় পরিসরে অনুষ্ঠান করার উদ্যোগ নেয়া হচ্ছে। সমাজে নারীদের অধিকার সমতা প্রকাশের জন্য এই আয়োজন করা হচ্ছে। ’  

তিনি বলেন, আমাদের ভোক্তাদের জন্য কী করতে পেরেছি, সামনের দিনগুলোতে কী করতে পারবো এটিই বিবেচনা করা হচ্ছে। বাজারের বড় অংশ দখল করা বসুন্ধরা এলপি গ্যাস সামনের দিনে ক্যাম্পেইনগুলো নারীদের কাজের অবদান তুলে ধরবে। নারীদের সম্মান ও তাদের অধিকারের জায়গায় কোনো ছাড় দেবে না।  

এমএম জসিম উদ্দিন বলেন, নারীর কাজের মূল্যায়ন ও স্বীকৃতি হিসেবে বসুন্ধরা এলপি গ্যাসের এক লাখ সিলিন্ডারে এই রেখাচিত্র তুলে ধরা হয়েছে। বাজারে ও ঘরের মানুষেরা যেন দেখতে পায় নারীরা কতটা কাজ করেন। এতেই আমাদের স্বার্থকতা।

অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের জিএম (সেলস) জাকারিয়া জালাল, বসুন্ধরা গ্রুপের সেক্টর-এ হেড অব বিজনেস ডেভলপমেন্ট জেড এম আহমেদ প্রিন্স, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মাহবুব আলম প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।