ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক্সিম-সিটি ব্যাংক এনএ ‘করসপন্ডেন্ট রিলেশনশিপ সেরিমনি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
এক্সিম-সিটি ব্যাংক এনএ ‘করসপন্ডেন্ট রিলেশনশিপ সেরিমনি’ করসপন্ডেন্ট রিলেশনশিপ সেরিমনি অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ব্যাংকিং সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বেসরকারি এক্সিম ব্যাংক লিমিটেড-সিটি ব্যাংক এনএ-এর মধ্যে ‘করসপন্ডেন্ট রিলেশনশিপ সেরিমনি’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মার্চ ) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ করসপন্ডেন্ট রিলেশনশিপ সেরিমনি অনুষ্ঠিত হয়। বুধবার (০৬ মার্চ) ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, সিটি এনএ এর বাংলাদেশ অফিসের কান্ট্রি অফিসার এন রাজশেখরন (শেখর)।

এছাড়া সিটি এনএ-এর বাংলাদেশ ও শ্রীলংকার আঞ্চলিক ক্লাস্টার হেড জেমস মোরোসহ (জিম) উভয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।