ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৮ নারীকে পুরস্কৃত করলো ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
৮ নারীকে পুরস্কৃত করলো ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন আউটস্ট্যান্ডিং উইম্যান অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে দেশবরেণ্য আট নারীকে আউটস্ট্যান্ডিং উইম্যান অ্যাওয়ার্ডস-২০১৯ দেওয়া হয়েছে।

সম্প্রতি এসিআই সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে আটটি বিশেষ ক্যাটাগরিতে তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অ্যাওয়ার্ড পাওয়া নারীরা হলেন- মাবিয়া আক্তার (খেলাধুলা), কনা (সংগীত), সিলভানা কাদের সিনহা (উদ্যোক্তা), ডা. সাবিনা আক্তার (চিকিৎসাবিজ্ঞান), তানজিনা নাজনিন (শিক্ষা), নাজনিন সি হক (সমাজসেবা), সানিয়া মাহমুদ (করপোরেট) ও ফারজানা মুন্নী (বিউটি ও ফ্যাশন আর্টিস্ট)।

 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ শতাধিক নারী অংশ নেন। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের এ উদ্যোগ বাংলাদেশের নারীদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।