ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতিদিন এক হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে কারখানার বিদ্যুৎ প্লান্টের বয়লারে ত্রুটি দেখা দিলে কারখানার অ্যামোনিয়াসহ সবগুলো প্লান্ট বন্ধের কারণে উৎপাদন বন্ধ হয় যায়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, কারখানা বন্ধের পর থেকে স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে।

মেরামত শেষে উৎপাদনে আসতে ১০দিন সময় লাগতে পারে। চলতি অর্থ বছরের কারখানার দেড় লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) কর্তৃপক্ষ। এ পর্যন্ত প্রায় ৯৮ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হয়েছে।  

বর্তমানে কারখানায় এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়া ভুক্ত জেলায় সার সংকটের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।  

প্রতি বছরের অর্ধেকেরই বেশি সময় গ্যাস সংকটের কারণে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ থাকে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কারখানার নানা যন্ত্রাংশ ত্রুটি হয়ে পড়ে। দীর্ঘদিন পর উৎপাদনে আসলেও নানা যান্ত্রিক ত্রুটি কারণে কর্তৃপক্ষকে কারখানা চালু রাখতে হিমশিম খেতে হয়।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।