ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হিলি স্থলবন্দর (ফাইল ফটো)

দিনাজপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলানিউজকে জানান, মঙ্গলবার বাংলাদেশ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। এজন্য হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

 

সোমবার রাতে এ ব্যাপারে সিদ্ধান্তের কথা ভারতের আমদানি-রপ্তানিকারকদের জানানো হয়েছে।

তবে চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।