ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৈশাখী কেনাকাটায় বিকাশে ২০% ক্যাশব্যাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
বৈশাখী কেনাকাটায় বিকাশে ২০% ক্যাশব্যাক বৈশাখের কেনাকাটার পেমেন্ট বিকাশে ২০% ক্যাশব্যাক

ঢাকা: দেশের প্রায় দুই হাজার আউটলেট থেকে পহেলা বৈশাখের কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে তাৎক্ষণিক ২০% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

চলতি বছরের ২৭ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত নির্ধারিত আউটলেটগুলোতে কেনাকাটা করলে গ্রাহকদের ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ।

‘উৎসব শুরু হোক বিকাশের সাথে’ স্লোগানকে সামনে রেখে বৈশাখ উদযাপনের অনুষঙ্গ পোশাক, গহনা, জুতা, ব্যাগ, ঘরসাজানোর পণ্যসামগ্রীসহ বৈচিত্রময় পণ্য সম্ভার ক্রয়ে ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ।

দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড, ই-কর্মাস সাইটে মিলবে বিকাশের বৈশাখী ক্যাশ ব্যাক অফার। ক্যাটাগরি ভেদে ক্যাশ ব্যাকের কিছু সীমা নির্ধারণ করা হয়েছে।

ই-কর্মাস ক্যাটগরিতে একজন ক্রেতা সর্বোচ্চ ৫০০টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। অন্যান্য সব ক্যাটাগরিতে সর্বোচ্চ ক্যাশ ব্যাক সীমা ১০০০ টাকা।

এছাড়া অফার চলাকালীন অ্যাপ বা পেমেন্ট গেটওয়ে সবগুলো মাধ্যম মিলিয়ে একজন ক্রেতা সর্বমোট ১০০০ টাকা ক্যাশ ব্যাক পেতে পারেন।

ক্রেতারা কিউ আর কোড স্ক্যান করে খুব সহজে অ্যাপ দিয়ে পেমেন্ট করতে পারবেন। সব ক্যাশব্যাক তাৎক্ষণিকভাবেই ক্রেতার বিকাশ একাউন্টে যুক্ত হয়ে যাবে।

বিকাশের ওয়েবসাইট https://www.bkash.com/payment/ ক্যাশ ব্যাক মিলবে এমন সব প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে।

আড়ং, ইয়োলো, লা রিভ, সেইলর, ক্যাটস আই, ইনফিনিটি, রিচম্যান, লুবনান, একসট্যাসি,  সেলিব্রেশন, অঞ্জন’স, গ্রামীন চেক, কে ক্রাফট, ক্যাটস আই, রঙ বাংলাদেশ, ওটু, র নেশন, ওকোড, ময়ূর, বেলমন্ট, টপটেন, সাদাকালো, কুমুদিনী, বেবিশপ, বাটা, ওরিয়ন, লেদারেক্স, জিলস, ওয়াশআউট, বেস্টবাই, তানিন, ব্যাগপ্যাকার্স, দর্জিবাড়ি, আর্টিসান, জেন্টেল পার্কসহ নামকরা আরো অনেক ব্র্যান্ড রয়েছে এই তালিকায়।

আর সবধরনের পণ্য সম্ভারের ই-কর্মাস সাইটগুলো তালিকায় আছে আজকের ডিল ডট কম, দারাজ বাংলাদেশ, শাদমার্ট বাংলাদেশ, প্রিয়শপ ডট কম, বাগডুম, রবিশপ, ওয়ালটন, ডেলিগ্রাম এবং রকমারিসহ আরো জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেসগুলো।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।