ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইকোনমিক জোনে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
ইকোনমিক জোনে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের অনুরোধ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: দেশের প্রত্যেকটি ইকোনমিক জোনে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সংযোগ করে দেওয়ার জন্য সরকারি-বেসরকারি ও বিদেশি বিনিয়োগকারীদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুন্সিগঞ্জ আবদুল মোনেম ইকোনমিক জোনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় এ অনুরোধ জানান।

ভিডিও কনফারেন্স চলার এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন আবদুল মোনেম ইকোনমিক জোনে কর্মরত দৃষ্টিপ্রতিবন্ধী আবদুস সোবহান।

তিনি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে এখানে কাজ করতে পেরে খুবই গর্ববোধ করছি। আমি চাই, দেশের সবকটি ইকোনমিক জোনে কমপক্ষে একজন করে প্রতিবন্ধীকে চাকরির সুযোগ করে দেওয়া হোক।  

তার বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টিকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট সব ইকোনিমক জোনের বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যেন প্রতিবন্ধীদের কাজের সুযোগ করে দেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক শায়লা ফারজানা। তিনি অনুষ্ঠান সঞ্চালনা করেন। এছাড়াও জেলার সরকারি, বেসরকারি ও আবদুল মোনেম ইকোনমিক জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ওই ইকোনমিক জোনে প্রস্তুত করা হোন্ডা কোম্পানির একটি মোটরসাইকেল প্রধানমন্ত্রীকে প্রদর্শন করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী আরও ৫ জেলায় ৬টি ভিডিও কনফারেন্স করেন। এসময় তিনি মোট ৬৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে ১৩টি নতুন ইকোনমিক জোন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা,  এপ্রিল ০৩, ২০১৯
এমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।