ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেমরায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
ডেমরায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ সড়ক অবরোধ করে বিক্ষেভ মিছিল করছেন পাটকল শ্রমিকরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: নয় দফা দাবিতে রাজধানীর ডেমরায় সড়ক অবরোধ করে বিক্ষেভ মিছিল করছেন পাটকল শ্রমিকরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত।

গত মঙ্গলবার (২ এপ্রিল) থেকে শ্রমিকরা প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করছেন। এ সময় পাটকল শ্রমিকরা সড়কে অবস্থান করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

সড়কের অবরোধের কারণে ওই এলাকার সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিকদের বকেয়া পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন এবং শতভাগ উৎপাদন নিশ্চিত করা এ তিনটি তাদের মূল দাবিসহ আরও বেশ কিছু দাবিতে এ আন্দোলন। সড়ক অবরোধ কর্মসূচিতে লতিফ বাওয়ানি জুট মিল ও করিম জুট মিলের শ্রমিকরা অংশ নেন।

চলতি বছরের ৬ এপ্রিলের মধ্যে তাদের দাবি দাওয়া না মেনে নিলে ৭ এপ্রিল থেকে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।

একই দাবিতে খুলনায় ও রাজশাহী পাটকল শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
আরকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।