ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈশ্বরগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
ঈশ্বরগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা  

ময়মনসিংহ: নির্মাণশিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে শনিবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মশালায় ৬০ জন রাজমিস্ত্রি অংশ নেন।  

কর্মশালায় অংশ নেয়া স্থানীয় রাজমিস্ত্রিরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে তাদের বাস্তব কাজের অভিজ্ঞতা ও নির্ভরতার কথা তুলে ধরেন।

 

কর্মশালায় স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মো. শাহীন ইসলাম খান ও ময়মনসিংহ গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আহমেদ উল্লাহ।  

কর্মশালায় অংশ নেয়া রাজমিস্ত্রিরা।                                          ছবি: অনিক খান/বাংলানিউজবসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ও ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মাসেতু নির্মাণ প্রকল্প, পদ্মাসেতু নদী শাসন প্রকল্প, পদ্মাসেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো বড় স্থাপনাগুলোতে বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে।  

কর্মশালায় বসুন্ধরা সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন ময়মনসিংহ এরিয়ার এ এস এম মো. মশিউর, টিএসই মো. আরিফ রব্বানী, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ও ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।