ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী রুবানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
বিজিএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী রুবানা

ঢাকা: দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি- বিজিএমইএ-এর পরিচালনা পর্ষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. রুবানা হক। জয় পেয়েছে তার নেতৃত্বাধীন প্যানেল সম্মিলিত ফোরাম। 

শনিবার (০৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিজিএমইএ ভবনে দিনভর ভোটগ্রহণ হয়। পরে গণনা শেষে রাতে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার নিহাদ কবির জানান, নির্বাচনে মোট ১ হাজার ৯৫৬ ভোটের মধ্যে ১ হাজার ৪৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ড. রুবানা হকের নেতৃত্বাধীন প্যানেল সম্মিলিত ফোরামে সর্বোচ্চ ১ হাজার ২৯৫ ভোট পেয়েছেন এমএ রহিম ফিরোজ। আর প্যানেল নেতা রুবানা হক পেয়েছেন ১ হাজার ২৮০ ভোট।

রুবানা হক-ই হতে যাচ্ছেন বিজিএমইএ এর প্রথম কোনো নারী সভাপতি।  ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাদের পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী করায় সকল ভোটারদের আন্তরিক অভিবাদন জানাই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে পোশাক খাতকে আরও এগিয়ে নিতে চাই। যেখানে মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে।

আগামী ১৮ এপ্রিল নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। এরপর আগামী ২১ এপ্রিল নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান কমিটি।  

সম্মিলিত ফোরামের প্রার্থীরা হলেন- রুবানা হক, এস এম মান্নান, ফয়সাল সামাদ, মোহাম্মদ নাছির, আসিফ ইব্রাহিম, আরশাদ জামাল, এম এ রহিম, কে এম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক, মশিউল আজম, ইনামুল হক খান, মাসুদ কাদের, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন,সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, এ কে এম বদিউল আলম, মিরান আলী, মোহাম্মদ আবদুল মোমেন, মোশারফ হোসেন ঢালী, শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম।  

চট্টগ্রাম অঞ্চলে এই প্যানেলের বিজয়ীরা হলেন- মোহাম্মদ আব্দুস সালাম, এ এম চৌধুরী, এ এম মাহবুব চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুছা ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯ 
ইএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।