ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিকাশে কেনা যাবে বেবি শপ’র পণ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
বিকাশে কেনা যাবে বেবি শপ’র পণ্য বিকাশের সঙ্গে বেবি শপের চুক্তি

ঢাকা: শিশু পণ্য বিক্রয় প্রতিষ্ঠান বেবি শপ’র শোরুমগুলোতে এখন থেকে বিকাশে পেমেন্ট করা যাবে। এ লক্ষ্যে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে বেবি শপের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং বেবি শপের ম্যানেজিং ডিরেক্টর মো. নাজমুল হক সম্প্রতি বিকাশের কার্যালয়ে চুক্তি বিনিময় করেন।

শিশুদের প্রয়োজনীয় সব ধরনের পোশাক, জুতা, খেলনা, টয়লেট্রিজ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিশুপণ্যর সংগ্রহ রয়েছে এই চেইন শপে।

সারাদেশে প্রতিষ্ঠানটির ৬৪টি আউটলেট রয়েছে। এই চুক্তির আওতায় বেবি শপের সবগুলো আউটলেটে ক্রেতারা খুব সহজে কিউআর কোড স্ক্যান করে অথবা ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

চুক্তি বিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের কর্মাশিয়াল বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহবুব সোবহান, ম্যানেজার সিরাজুল মাওলা, চ্যানেল ম্যানেজার আহসানুল কবীর এবং বেবিশপের এর পরিচালক (অপারেশন) চুন্নু মিয়া, জেনারেল ম্যানেজার মো. জামাল উদ্দিন।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।