ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা নিয়ে কর্মশালা

ঢাকা: মানিলন্ডারিং প্রতিরোধে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। কর্মশালার উদ্বোধন করেন বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও বিএফআইইউ’র কর্মকর্তারা অংশ নেন।

মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা-২০১৯ নিয়ে বক্তব্য দেন বিএফআইইউ প্রধান রাজী হাসান। এ সময় তিনি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের মতো আন্তর্জাতিক সমস্যা মোকাবেলায় সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেন। আর্থিক ব্যবস্থাকে ঝুঁকিমুক্ত রাখার লক্ষ্যে সরকারের যুগোপযোগী বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোকপাত করেন তিনি।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চলতি বছরের ৩১ জানুয়ারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা-২০১৯ জারি করেছে।

কর্মশালায় তদন্ত কার্যে বিএফআইইউ’র গোয়েন্দা প্রতিবেদনের গুরুত্ব, তদন্ত বা বিচার চলাকালে প্রয়োজনীয় তথ্য সরবরাহে বিএফআইইউ এর ভূমিকা; মানিলন্ডারিং বিষয়ক অনুসন্ধান ও তদন্ত পদ্ধতি; সম্পত্তি অবররুদ্ধকরণ, ক্রোক, সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও ব্যবস্থাপনা বিষয়ক সমস্যা ও সমাধান প্রভৃতি বিষয়ে কর্মশালায় আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।