ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিন প্রতিভাবান উদ্যোক্তাকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
তিন প্রতিভাবান উদ্যোক্তাকে সম্মাননা প্রতিভাবান উদ্যোক্তা সম্মাননা-২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে সম্মাননাপ্রাপ্তরা | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: দেশের তিন সেরা প্রতিভাবান উদ্যোক্তাকে সম্মাননা দিলো দৈনিক বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন— অনলাইনে বই বিক্রেতা প্রতিষ্ঠান রকমারি.কমের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান, ই-বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আজিজুল রিসাইক্লিং অ্যান্ড ই ওয়েস্ট কোম্পানি লিমিটেডের সত্বাধিকারী আবুল কালাম আজাদ এবং মুন লাইট পেট ফ্লেক্স অ্যান্ড পেট স্টিপ ইন্ডাস্ট্রিজের সত্বাধিকারী হাবিবুর রহমান জুয়েল।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বণিক বার্তা ও বিআইডিএস আয়োজিত ‘প্রতিভাবান উদ্যোক্তা সম্মাননা ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট ও তিন লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের বেসরকারি খাত নিজ উদ্যোগে আরও ভালোভাবে এগিয়ে যাবে। এজন্য যা যা সহযোগিতা দরকার তার সব করা হবে। তাছাড়া এসব উদ্যোগকে এগিয়ে নিতে সরকার গবেষণাকে অগ্রাধিকার দিচ্ছে, নানা প্রকল্প হাতে নিচ্ছে।
প্রতিভাবান উদ্যোক্তা সম্মাননা-২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান | ছবি: ডিএইচ বাদলবাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ছোট-বড় সব রকমের উদ্যোক্তাদের কারণেই আজ দেশ এগিয়ে যাচ্ছে। আমরা সব নেতিবাচক দিক ভুলে ইতিবাচকভাবে দেশটাকে এগিয়ে নিতে চাই।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও বাংলাদেশ উন্নায়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক ড. একেএস মুরশিদ।

উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, শীর্ষ ব্যবসায়ী তপন চৌধুরী, বাংলানিজটোয়েন্টিফোর.কম সম্পাদক জুয়েল মাজহার, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

উদ্যোক্তার উদ্যোগকে এগিয়ে নেওয়ার সময় এসেছে

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
ইএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।