ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইয়ামাহার এফজেডএস ভি-৩’র প্রি-বুকিং শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
ইয়ামাহার এফজেডএস ভি-৩’র প্রি-বুকিং শুরু

ঢাকা: প্রতিবছর ইয়ামাহা গ্রাহকদের জন্য নিত্য-নতুন মডেলের মোটরসাইকেল বাজারে নিয়ে আসে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। 

এ বছরের সবচেয়ে আলোচিত ও গ্রাহকের বহুল প্রত্যাশিত বাইক ছিল ইয়ামাহা এফজেডএস ভি-৩। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এসিআই মটরস বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে ইয়ামাহা এফজেডএস ভি-৩।

এফজেড সিরিজ এর ১০ বছর পর ইয়ামাহা এই সিরিজের সবচাইতে আধুনিক মডেলের এই বাইকটি বাজারে আনছে।

বুধবার (১০ এপ্রিল) কক্সবাজারে এসিআই মটরস এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ইয়ামাহা এফজেডএস ভি-৩ এর প্রি-বুকিং কার্যক্রমের উদ্বোধন করেন।  

ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে গ্রাহকরা এই বাইকটি প্রি-বুকিং করতে পারবেন। নির্দিষ্ট পরিমাণ বুকিং মানি জমার উপর রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট।

ইয়ামাহা এফজেডএস ভি-৩ তে রয়েছে সর্বাধুনিক এন্টিলক ব্রেকিং সিস্টেম (এবিএস)।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড। বর্তমানে সারাদেশে ৩৯টিরও বেশি থ্রিএস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট এবং ২টি এসিআই ফ্ল্যাগশিপ সেন্টার নিয়ে এসিআই মটরস এর রয়েছে শক্তিশালী ডিলার ও সার্ভিস নেটওয়ার্ক পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।