ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাচারাল প্রোডাক্টস এক্সপোতে পণ্য কিনলেই ছাড়     

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
ন্যাচারাল প্রোডাক্টস এক্সপোতে পণ্য কিনলেই ছাড়      ন্যাচারাল প্রোডাক্টস এক্সপোতে পণ্য দেখছেন এক দর্শনার্থী। ছবি: বাংলানিউজ

ঢাকা: জৈব খাদ্য, হারবাল ও ইউনানী পণ্য মানুষের কাছে তুলে ধরতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে আন্তর্জাতিক ‘ন্যাচারাল প্রোডাক্টস অর্গানিক অ্যান্ড হেলদি ফুড এক্সপো বাংলাদেশ’।

শুক্রবার (১২ এপ্রিল)  সাপ্তাহিক ছুটির দিনে আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে এক্সপোতে পণ্য দেখতে আসছেন দর্শনার্থীরা।  

তবে শুধু পণ্য তুলে ধরাই মূল লক্ষ্য নয়, জৈব খাদ্য, ইউনানী ও হারবাল পণ্য স্বাস্থ্যের জন্য উপকারী, সেটাও মানুষকে বুঝানোই এক্সপোর অন্যতম লক্ষ্য।

 

এক্সপোতে পণ্য কিনলেই ছাড় রয়েছে সব স্টলগুলোতে। শনিবার (১৩ এপ্রিল) পর্যন্ত এক্সপো চলাকালীন সময়ে স্টল গুলোতে ডিলার মূল্যে পণ্য কিনতে পারবেন ক্রেতারা।  

এক্সপোতে ডাবর ইন্টারন্যাশনালের স্টলে পাওয়া যাচ্ছে হাজমলা, হানি, টুথপেস্ট, হেয়ার ওয়েল, জুস, চ্যবনপ্রাশসহ নানা খাদ্য ও ব্যবহার্য পণ্য।  

ডাবর ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ খায়রাতুন হেসান ঐশী ও আনতারা আবিদা রাইসা বাংলানিউজকে বলেন, ডাবরের পণ্য একেবারেই ন্যাচারাল ও খাঁটি। ডাবরের কোনো পণ্যে কেমিক্যাল ব্যবহার করা হয় না। ডাবরের পণ্য দেশে বাজারজাত করে এশিয়ান কনজুমার কেয়ার প্রাইভেট লিমিটেড।  

এক্সপোতে বাংলাদেশি কোম্পানি জেসন ন্যাচারাল প্রোডাক্ট লিমিটেডে রয়েছে ২৪টি ইউনানী ওষুধ। এ কোম্পানির আমলাক, অ্যানিসল, অ্যাফ্রোডিন, অ্যারিকোনা জেসন, অ্যাজমাটোন, কার্ডিনা, ক্যারোটোন প্লাস, ডুরাজেন ও ডাইরোমাসহ নানা কার্যকরী ইউনানী ওষুধ ডিলার মূল্যে কিনতে পারবেন ক্রেতারা।  

জেসন ন্যাচারাল প্রোডাক্টসের সহকারী ব্যবস্থাপক ড. মো. শাহাফুল আলম বাংলানিউজকে বলেন, জেসনের পণ্যে ক্ষতিকারক কোনো উপাদান নেই। আমাদের পণ্যগুলো সম্পূর্ণ ইউনানী ও হারবাল, এসব পণ্য সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।  

মানুষের কাছে আমাদের কোম্পানির পণ্যগুলো উপস্থাপন করতে এক্সপোতে অংশগ্রহণ করা বলেও জানান সহকারী ব্যবস্থাপক শাহাফুল।  

এক্সপোতে স্টল রয়েছে দেশীয় কোম্পানি মডার্ণ হারবাল গ্রুপের। এ কোম্পানির প্রায় চার শতাধিক প্রোডাক্ট রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ পারভেজ।  

এক্সিকিউটিভ পারভেজ বাংলানিউজকে বলেন, তাদের  কোম্পানির  সব পণ্যে ১০ শতাংশ মূল্য ছাড় রয়েছে।  

এক্সপোতে প্রতিষ্ঠানটির ক্যালমেক্স, হার্বাজিংক, আলফা, লিভকেয়ার, পুদিনা, সয়া ভেজিটেবল মিল্ক, চুইং আমলকিসহ বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে বলে জানান এক্সিকিউটিভ পারভেজ।

আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে ন্যাচারাল প্রোডাক্টসের এক্সপো চলবে শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া এক্সপোতে পাওয়া যাবে দেশি-বিদেশি কোম্পানির নানা ধরনের ন্যাচারাল প্রোডাক্ট।

আন্তর্জাতিক এ এক্সপোতে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের স্টল অংশ নিয়েছে। এসব স্টলগুলোতে ন্যাচারাল খাদ্য, পানীয়, জৈব ও কৃষি দ্রব্য, নিউট্রাসিউটিক্যালস, স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার, কাঁচামাল ও উপকরণ, অ্যানক্যাপুলেটেড ওষুধ, ঔষুধি পণ্য, হারবাল ও আয়ুর্বেদিক,স্পাসহ বিভিন্ন প্রাকৃতিক পণ্য প্রদর্শন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।