ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ-আইএফআইসি ব্যাংকের সমঝোতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
বিজিএমইএ-আইএফআইসি ব্যাংকের সমঝোতা বুথ স্থাপনে বিজিএমইএ-আইএফআইসি ব্যাংকের সমঝোতা। ছবি: বাংলানিউজ

ঢাকা: তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন ভবনে এটিএম বুথ স্থাপন করবে আইএফআইসি ব্যাংক লিমিটেড। 

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরায় বিজিএমইএ’র নতুন ভবনে এক অনুষ্ঠানে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, উত্তরা দিয়াবাড়ি অঞ্চলে ধীরে ধীরে জনবসতি গড়ে উঠছে।

এ অঞ্চলেই এখন আমাদের ঠিকানা (অফিস)। দেশের জনপ্রিয় আইএফআইসি ব্যাংক বিজিএমইএ নতুন ভবনে বুথ স্থাপন করবে জেনে আমরা খুবই খুশি। আশা করি অন্যদেরও পাশে পাবো।

আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও হেড অব বিজনেস নুরুল হাসনাত বলেন, আমরা দেশের মধ্যে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছি। এ অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় প্রাথমিক অবস্থায় আমরা একটি এটিএম বুথ স্থাপন করছি। পরে ব্যাংকের শাখা হবে এখানে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাসির, এসএম মান্নান কচিসহ বিজিএমইএ’র পরিচালক ও আইএফআইসি ব্যাংকের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯ 
ইএআর/একে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।