ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উদযাপিত হলো ‘আয়ুষ হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
উদযাপিত হলো ‘আয়ুষ হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ আয়ুষ হাজারো কণ্ঠে বর্ষবরণ

ঢাকা: হাজারো কণ্ঠের সুরের মোহনায় স্পন্দিত হলো নতুন বছরের প্রথম প্রহর। উদযাপিত হলো ‘আয়ুষ হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’।

বর্ষবরণ উপলক্ষে উৎসবমুখর পরিবেশ আর ষোলআনা বাঙালিয়ানার প্রাণকেন্দ্র হয়ে উঠেছিলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।

বরেণ্য সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারো কণ্ঠের মহাসমারোহে বরণ করে নেওয়া হয় বাংলার নতুন বছরকে।

পাশাপাশি ছিলো বাঙালি সংস্কৃতির বিভিন্ন আয়োজন- বৈশাখী মেলা, লোকনৃত্য, দেশবরেণ্য শিল্পীদের রবীন্দ্র-নজরুল সংগীতসহ অন্যান্য পরিবেশনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর কেদার লেলে, মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ারসহ অনেকে।

চ্যানেল আই-এর আয়োজনে বর্ষবরণের দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিলো আয়ুর্বেদ অভিজ্ঞতাসম্পন্ন ব্র্যান্ড ‘লিভার আয়ুষ’।
 
১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উদযাপনের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজন শেষ হয় ১৪ এপ্রিল।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।