ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপায়ন সিটি উত্তরায় জ্বালানি সেবা দেবে বসুন্ধরা এলপিজি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
রূপায়ন সিটি উত্তরায় জ্বালানি সেবা দেবে বসুন্ধরা এলপিজি বসুন্ধরা এলপি গ্যাস ও রূপায়ন গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা: দেশের প্রথম এবং একমাত্র প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ন সিটি উত্তরা’র জ্বালানি চাহিদা মেটাবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। রূপায়ন সিটি উত্তরা কর্তৃপক্ষ সর্বাধিক নিরাপত্তার মাধ্যমে গ্রাহকদের মানসম্পন্ন সেবা দিতে দেশ সেরা বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২১ এপ্রিল) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়াটার্স-২ এর সম্মেলন কক্ষে প্রতিষ্ঠান দু’টির মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, রূপায়ন গ্রুপের গ্রুপ সিইও কে এম আলী, রূপায়ন সিটি উত্তরার জেনারেল ম্যানেজার শওকত আহমেদ।



এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব এইচআর, ইডব্লিউপিডি অ্যান্ড সেক্টর-এ অ্যান্ড হেড অব আইসিসিবি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, হেড অব ডিভিশন  (বিজনেস ডেভলপমেন্ট) সেক্টর-এ জেড এম আহমেদ প্রিন্স, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মাহবুব আলম, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব মার্কেটিং এমএম জসীম উদ্দীন ও বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের জিএম (সেলস) জাকারিয়া জালাল প্রমুখ।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের জিএম (সেলস) জাকারিয়া জালাল ও রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খানরাতুল।

এ চুক্তির আওতায় জ্বালানি চাহিদা মেটাতে সক্ষম এমন ধারণ ক্ষমতার স্টোরেজ ট্যাংক নির্মাণ করা হবে উত্তরার প্রকল্প এলাকায়। সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে পুরো প্রকল্পে গ্যাস সরবরাহ করা হবে।

রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, রূপায়ন সিটি উত্তরার গ্রাহকদের মানসম্পন্ন সেবা দেওয়ার লক্ষ্যে সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করতে বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটি একটি বড় প্রকল্প। এ প্রকল্পে বসুন্ধরা গ্রুপের সবশেষ প্রযুক্তির এলপিজি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে।

জাকারিয়া জালাল বলেন, দেশের বড় বড় প্রকল্পগুলোতে বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহার হচ্ছে। তারই ধারবাহিকতায় রূপায়ন সিটি উত্তরাতে বসুন্ধরা এলপি গ্যাস সরবরাহ করা হবে।

রূপায়ন গ্রুপ জানায়, আধুনিকতার ছোঁয়ায় নাগরিক জীবনকে নান্দনিকতায় সাজাতে রূপায়ন গ্রুপ রাজধানীর ঢাকার উত্তরায় গড়ে তুলছে দেশের প্রথম প্রিমিয়াম মেগাগেইটেড কমিউনিটি ‘রূপায়ন সিটি উত্তরা’।

প্রায় ১৫০ বিঘা নিজস্ব জমির উপর বিশ্বমানের এ আবাসন প্রকল্পে থাকছে আবাসিক ও বাণিজ্যিক চারটি ফেইজে ৫০টিরও বেশি দশতলা ভবন। নগরায়ণের সব সুযোগ-সুবিধা ও পরিবেশবান্ধব আধুনিক জীবনযাপন নিশ্চিত করতে ‘রূপায়ন সিটি উত্তরা’ প্রজেক্টটি বাস্তবায়িত হতে যাচ্ছে। যেহেতু এ আবাসন প্রকল্পে থাকছে বিশ্বমানের অনেক সুযোগ সুবিধা, তাই দেশের এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড থেকেই আমরা গ্যাস নিতে চাই, যেন আমাদের গ্রাহকদের নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা যায়।

বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড ইতিমধ্যেই পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান, বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন ভবন, উত্তরায় রাজউকের প্রায় ১৮ হাজার ফ্ল্যাট, টাঙ্গাইল জেলার ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের সেনানীড় প্রকল্পে এক হাজারের অধিক ফ্ল্যাটে পাইপলাইন-সিলিন্ডার রেটিকুলেশনের মাধ্যমে সেবা দিচ্ছে।

বসুন্ধরা গ্রুপের রয়েছে সর্বাধিক এলপি গ্যাস বহন ক্ষমতা সম্পন্ন ট্যাংকার, যার মাধ্যমে বাল্ক ক্রেতাদের দুয়ারে পৌঁছে দিচ্ছে এলপি গ্যাস। শিল্পে বৃহদাকারে এলপি গ্যাস সরবরাহে বসুন্ধরার রয়েছে নিজস্ব আন্তর্জাতিক মানসম্পন্ন লজিস্টিক সমাধান ও শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।