ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রস্তাবিত সিকিউরড ট্রানজ্যাকশন আইন নিয়ে মতবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
প্রস্তাবিত সিকিউরড ট্রানজ্যাকশন আইন নিয়ে মতবিনিময় মতবিনিময় সভা

ঢাকা: প্রচলিত ঋণ ব্যবস্থায় স্থানান্তরযোগ্য ও অস্থাবর সম্পদকে জামানত হিসেবে স্বীকৃতি দিয়ে অধিক মানুষের কাছে ঋণ সহজলভ্য করার জন্য প্রস্তাবিত সিকিউরড ট্রানজ্যাকশন (অস্থাবর সম্পত্তি) আইনের খসড়ার ওপর স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সভার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক।

অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বাংলাদেশে প্রচলিত বিভিন্ন আইনি কাঠামো পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং আইএফসি (বিশ্বব্যাংক গ্রুপ) কর্তৃক প্রস্তাবিত আইনের খসড়াটি প্রস্তুত করা হয়।

খসড়াটি ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হলে তাতে মতামত দেন বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিনিয়োগ বৃদ্ধি পেলে দারিদ্র্য দূরীকরণ, চাকরির সুযোগ সৃষ্টি এবং জীবনমানের উন্নয়ন ঘটে।

তিনি আরও বলেন, মাইক্রো, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা (এমএসএমই) এখনও পর্যাপ্ত জামানতের অভাবে তাদের প্রয়োজনীয় পরিমাণে ঋণ নিতে পারেন না। প্রস্তাবিত আইনটি অনুমোদিত হলে সহায়ক জামানত হিসেবে স্থানান্তরযোগ্য সম্পদের এক বিরাট বাজার সৃষ্টি হবে, যা অর্থনৈতিক উন্নয়নে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান বলেন, প্রস্তাবিত খসড়াটি বাংলাদেশে প্রচলিত বিভিন্ন আইনি কাঠামো পর্যালোচনা করে এবং বিশ্বের বিভিন্ন দেশের আইনের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে আইএফসি’র আইন পরামর্শক দ্বারা প্রস্তুত করা হয়েছে। আর্থিক লেনদেন এবং ঋণ প্রাপ্তি সহজীকরণের জন্য আইনের খসড়াটি প্রণীত হচ্ছে বিধায় এটি আইনে পরিণত হলে তা বিশ্বব্যাংক প্রণীত সহজে ব্যবসা সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি ঘটবে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল বশরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার মিস উয়েন্ডি ওয়ার্নার ও বিভিন্ন মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান ও দফতরের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এসই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।