ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরাফাতের পাশে এনআরবিসি ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
আরাফাতের পাশে এনআরবিসি ব্যাংক আরাফাতের হাতে বিশেষায়িত বাইসাইকেল তুলে দেয় এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠিতব্য ‘আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নিতে বাংলাদেশের প্রথম অংশগ্রহণকারী মোহাম্মদ সামছুজ্জামান আরাফাতকে ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের বিশেষায়িত রেসিং বাইসাইকেল দিয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেড।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) এর আওতায় আরাফাতের হাতে বাইসাইকেল তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ।  

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হারুনুর রশিদ, জনসংযোগ বিভাগের প্রধান মো. রুহুল আমিন, সাসটেনেবল ফিনান্স ইউনিটের এভিপি মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত মালয়েশিয়ান আয়রনম্যান প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নিয়ে বিরতিহীন ১২ ঘণ্টা ৪৩ মিনিট ২৭ সেকেন্ডে ৩.৮ কি.মি. সাঁতার, ১৮০ কি. মি. সাইক্লিং এবং ৪২.২ কি. মি. দৌড়ে সক্ষম হন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।