ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেসরকারিখাতের উন্নয়নে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা আবশ্যক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
বেসরকারিখাতের উন্নয়নে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা আবশ্যক

ঢাকা: বেসরকারি খাতের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা নিশ্চিত করা আবশ্যক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ  রহমান। তিনি বলেছেন, আমরা যেকোনো ধরনের অর্থায়নের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর অতিমাত্রায় নির্ভরশীল, কিন্তু এটা আমরা অনুধাবন করতে সক্ষম হইনি যে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংক যথোপযুক্ত উৎস নয়। 

রোববার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এবং যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি অবকাঠামো উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘গ্যারান্টকো’ আয়োজিত স্থানীয় পুঁজিবাজার অবকাঠামো অর্থায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সালমান এফ রহমান এ কথা বলেন। অনুষ্ঠানে প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপের (পিআইডিজি) চেয়ারম্যান অ্যান্ড্রু বেইন ব্রিজ গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে বিদ্যমান এ সমস্যা সমাধানের লক্ষ্যে অতীতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও সেগুলো সফল্য নিয়ে আসতে পারেনি।  

এজন্য তিনি পুঁজিবাজারে শক্তিশালী ও কার্যকর বন্ড মার্কেট চালু করার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, এর মাধ্যমে অবকাঠামোখাতের পাশাপাশি অন্যান্য শিল্পখাতে দীর্ঘমেয়াদী অর্থায়ন নিশ্চিত করা সম্ভব হবে।  

ডিসিসিআই আয়োজিত সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশমালা একটি কার্যকর বন্ড মার্কেট প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

পুঁজিবাজার বিষয়ে তিনি বলেন, পুঁজিবাজারের সূচকের ওঠা-নামা স্বাভাবিক একটি ধর্ম। এ বিষয়ে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, গতিশীল বন্ড মার্কেট বিকাশের জন্য আমাদের পুঁজিবাজারকে অবশ্যই  কার্যকর রাখতে হবে। বর্তমানে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে রয়েছি। আমাদের বেসরকারিখাতকে এ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে।      

ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর বলেন, বিগত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন সবার কাছে উদাহরণ স্বরূপ। এদেশ এখন দ্রুততম সময়ে বিকাশমান অর্থনীতির পাঁচটি দেশের অন্যতম। এই ধারা বজায় রেখে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৮ দশমিক ১৩ শতাংশ ধরা হয়েছে।  

উন্নতির এই ধারা অব্যাহত রাখতে পারলে আধুনিক সময়ের ‘ইকোনমিক পাওয়ার হাউজে’ পরিণত হওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বলে মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে অবকাঠামো খাতের উন্নয়নের ওপর বিশেষ জোর দেন ওসামা তাসীর।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
জিসিজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।