ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবারও বাংলাবান্ধা স্থলবন্দর অ্যাসোসিয়েশনের সভাপতি বাবলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
আবারও বাংলাবান্ধা স্থলবন্দর অ্যাসোসিয়েশনের সভাপতি বাবলা

পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুননির্বাচিত হয়েছেন মেহেদী হাসান খান বাবলা।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে তিনি পুনরায় সভাপতির দায়িত্ব নেন।

সিএনএফ সূত্রে জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর প্রতিষ্ঠার পর থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তার হাত ধরে বিভিন্ন দেশের কূটনৈতিকসহ বিভিন্ন ব্যবসায়ীরা বাংলাবান্ধা বন্দরে এসে ব্যবসায়ীক ধারা অব্যাহত রাখেন। কিন্তু মাঝে বন্দর সিএনএফ এজেন্টদের মধ্যে এবং বন্দরে কিছু সমস্যার কারণে সভাপতির পদ থেকে তিনি অব্যাহতি নেন। এরপর থেকে সভাপতির পদটি শূন্য থাকায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।

এ বিষয়ে সভাপতি মেহেদী হাসান খান বাবলা বাংলানিউজকে জানান, প্রিয় সংগঠন পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আবারও দায়িত্ব নিয়েছি। নির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ আমাকে সাদরে বরণ করে নেন। আমিও তাদের প্রতি কৃতজ্ঞ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।