ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডমিনোজ পিৎজায় বিকাশে পেমেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
ডমিনোজ পিৎজায় বিকাশে পেমেন্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা: ঢাকায় চালু হওয়া আন্তর্জাতিক পিৎজা চেইন শপ ডমিনোজ পিৎজার আউটলেটে বিকাশে পেমেন্ট করা যাচ্ছে। এ লক্ষ্যে দেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ডমিনোজ পিৎজা।

সোমবার (২৯ এপ্রিল) বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং বাংলাদেশে ডমিনোজ পিৎজার কান্ট্রি হেড সত্যেনদার সিং সাইনি।  

চুক্তির আওতায় ডমিনোজ পিৎজা আউটলেটে ক্রেতারা খুব সহজে কিউআর কোড স্ক্যান করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের হেড অব এম কর্মাস মাহবুব সোবহান, চ্যানেল ম্যানেজার আহসান কবীর, অ্যাকাউন্ট ম্যানেজার মো. রইস উদ্দিন এবং ডমিনোজ পিৎজার ডেপুটি জেনারেল ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস  অভিজিৎ কুমার রায় ও ডেপুটি ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স সাহা সুবীর কুমার।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।