ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ টাকা করার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ টাকা করার দাবি সভায় এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বর্তমানে করমুক্ত আয়ের সীমা দুই লাখ ৫০ হাজার টাকা। এটা বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা করার দাবি করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪০ তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এসব দাবি করেন।

এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, কর না বাড়িয়ে করের আওতা বাড়াতে হবে। নারী এবং ৫৬ বছরের বেশি বয়ষ্ক ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করতে হবে।   প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করতে হবে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা এক লাখ টাকা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা করতে হবে।

শফিউল ইসলাম মহিউদ্দিন আরো বলেন, এক হাজার টাকা কমিয়ে ন্যূনতম করের পরিমাণ ৪ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সব করদাতার জন্য ন্যূনতম করের পরিমাণ সমান হওয়া দরকার। প্রকৃতপক্ষে ঢাকার করদাতাদের জীবন যাত্রার ব্যয় বেশি। ফলে নিম্নআয়ের করদাতার ওপর ন্যূনতম করের পরিমাণ কম হওয়া দরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মেশাররফ হোসেন ভূঁইয়া প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমআইএস/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।