ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইসলামপুরে মে দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মে ১, ২০১৯
বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইসলামপুরে মে দিবস পালন

জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে স্থানীয় নির্মাণ শ্রমিকদের অংশগ্রহণে আন্তর্জাতিক মে দিবসের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মে) সকালে থানা মোড়ে ইসলামপুর দালান নির্মাণ শ্রমিক কল্যাণ সংগঠনের কার্যালয় থেকে এ মিছিলটি বের করা হয়।

ইসলামপুর দালান নির্মাণ শ্রমিক কল্যাণ সংগঠনের সভাপতি আব্দুল হাকিমের নেতৃত্বে মে দিবসের মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে থানা মোড় এলাকায় শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে একটি সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা।

বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউটর মেসার্স আল আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আহমাদুল কবির মিনু, বসুন্ধরা সিমেন্টের টাঙ্গাইল এরিয়া সেলস ম্যানেজার আব্দুল্লাহ, ইসলামপুরের টেরিটরি সেলস এক্সিকিউটিভ মোহাম্মাদেনেল মোতাসিম বিল্লাহ, ইসলামপুরের প্রকৌশলী পারভেজ আলী, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর আলমসহ পাঁচ শতাধিক দালান নির্মাণ শ্রমিক মে দিবসের মিছিলে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ০১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।