ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক লিমিটেডের আঞ্চলিক শাখা সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ৪, ২০১৯
ওয়ান ব্যাংক লিমিটেডের আঞ্চলিক শাখা সম্মেলন সম্মেলনে ব্যাংকের কর্মকর্তারা।

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেডের দুই দিনব্যাপী ‘আঞ্চলিক শাখা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ মে) রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী।  
  
সম্মেলনে ব্যাংকের ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল অঞ্চলের শাখা সমূহের ব্যবস্থাপকরা ও অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


 
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ্, পরিচালক শওকত জামান এবং ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলমসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ০৪, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।