ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাশিয়ায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মোমেনের মতবিনিময়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মে ৫, ২০১৯
রাশিয়ায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মোমেনের মতবিনিময় মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ উপস্থিত অতিথিরা

রাশিয়ায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সাধারণ সম্পাদক এস এম পারভেজ তমালের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের নেতা ও বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতারা।

সভায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ০৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।