ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব‌রিশা‌লে বসুন্ধরা গ্রু‌পের সিমেন্ট সেক্ট‌রের ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, মে ১২, ২০১৯
ব‌রিশা‌লে বসুন্ধরা গ্রু‌পের সিমেন্ট সেক্ট‌রের ইফতার ইফতার মাহফিল। ছবি: বাংলানিউজ

বরিশাল: দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সি‌মেন্ট সেক্ট‌রের উদ্যোগে ব‌রিশালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মে) বিকেলে ব‌রিশাল নগ‌রের কা‌শিপুরস্থ ইনফ্রা প‌লি‌টেক‌নিক ই‌নস্টি‌টিউ‌টের অ‌ডিট‌রিয়া‌মে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফি‌লে উপস্থিত থে‌কে বক্তব্য রা‌খেন বসুন্ধরা গ্রুপের সি‌মেন্ট সেক্ট‌রের চিফ মার্কেটিং কর্মকর্তা খন্দকার কিংশুক হো‌সেন।

আ‌রও উপ‌স্থিত ছি‌লেন কিংব্যান্ড সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ, বসুন্ধরা সিমে‌ন্টের এ‌জিএম (ব্রান্ড) আশিকুর রহমান, বসুন্ধরা সিমেন্টের সাউথ উইং’র এজিএম (সেলস) মো. জিয়ারুল ইসলাম, সিমেন্ট সেক্টরের মার্কেটিং ফাংশনের ম্যানেজার মো. সাইফুল ইসলাম রুবেল, ‌কিংব্রান্ড সিমেন্টের সিনিয়র ম্যানেজার (সেলস) ক‌বির আহ‌ম্মেদ, বসুন্ধরা সি‌মে‌ন্টের ডি‌ভিশনাল সেলস সঞ্জয় কুমার সরকার প্রমুখ।

ইফতার মাহফিলের দেশ ও মুসলিম উম্মাহের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় ডিলার, রিটেইলার, প্র‌কৌশলীসহ চার শতা‌ধিক অ‌তি‌থি ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ১২, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।