ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ইফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, মে ১৩, ২০১৯
খুলনায় বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ইফতার বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ইফতার, ছবি: বাংলানিউজ

খুলনা: দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে খুলনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) সন্ধ্যায় মহানগরের খালিশপুরের বানৌজা তিতুমীরের নেভি ফেয়ার ওয়ে মাল্টিপারপাস হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় ডিলার, রিটেইলার, প্রকৌশলীসহ ৭০০জন অতিথি অংশ নেন।

এসময় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং কর্মকর্তা খন্দকার কিংশুক হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কিংব্যান্ড সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ, বসুন্ধরা সিমেন্টের সাউথ উইংয়ের এজিএম (সেলস) মো. জিয়ারুল ইসলাম, সিমেন্ট সেক্টরের মার্কেটিং ফাংশনের ম্যানেজার মো. সাইফুল ইসলাম রুবেল, বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সিনিয়র ম্যানেজার মো. জিয়াউর রহমান, কিং ব্র্যান্ড সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. নুরুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলের দেশ ও মুসলিম উম্মাহের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমআরএম /ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।