ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মে ১৬, ২০১৯
ফোটন ডিলার শো-রুম উদ্বোধন ফোটন ডিলার শো-রুম উদ্বোধন

ঢাকা: ইশরাক মটরস, এসিআই মটরসের বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসাবে যশোরে এর যাত্রা শুরু করেছে।

যশোর-খুলনা রোডের বকচরে অবস্থিত ফোটনের এ শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে।

ফোটনের ১ থেকে ৩ দশমিক ৫ টনের পিকআপভ্যানসহ অন্যান্য সব ধরনের ভারী যান এ শো-রুমে পাওয়া যাবে।

সম্প্রতি ভিডিও বার্তার মাধ্যমে ফোটন শো-রুম উদ্বোধন করেন এসিআই মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সেলস ডিরেক্টর আজম আলী, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, ডিলার অলিয়ার রহমান, অন্যান্য কর্মকর্তারা এবং অসংখ্য গ্রাহক ও শুভার্থীরা।

কোম্পানির নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এ নিশ্চিত করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি এবং এসিআই মটরস নিশ্চিত করবে দেশব্যাপী বিক্রয়ত্তর সেবা, যন্ত্রাংশ সহজলভ্যতা এবং গ্রাহক সন্তুষ্টি।

ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এই পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সব ধরনের বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এসি আই মটরস এবছর গাড়ির বিক্রি শুরু করে।

বৃহস্পতিবার (১৬ মে) কোম্পানি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।