ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাজীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইফতার মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, মে ১৭, ২০১৯
হাজীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইফতার মাহফিল

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) হাজীগঞ্জ বাজার এলাকার একটি রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর (হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলা) নজরুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট চট্টগ্রাম উইং ম্যানেজার মোহাম্মদ আলী খাঁন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বসুন্ধরা সিমেন্ট কুমিল্লা ডিভিশনের ডেপুটি ম্যানেজার জাকারিয়া সিদ্দিকী ও চাঁদপুর জেলার এরিয়া সেলস্ ম্যানেজার আনোয়ার হোসেন।

বসুন্ধরা সিমেন্ট হাজীগঞ্জ টেরিটরি সেলস অফিসার (টিএসও) মিজানুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে দেশ ও জাতীর সমৃদ্ধি এবং বসুন্ধরা সিমেন্ট সংশ্লিষ্ট সর্বস্তরের ব্যবসায়ীদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহজাহান।

ইফতার শেষে সেরা দশ বসুন্ধরা বিক্রেতাদের মাঝে আকর্ষণীয় পুরস্কার এবং উপস্থিত সব ব্যবসায়ীদের জন্য কমন পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় পরিবেশক, খুচরা বিক্রেতা, বাজারের বিশিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ১৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।