ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মে ২০, ২০১৯
ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে পবিত্র রমজান মাসে রাজধানীর যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত ট্রাফিক পুলিশের সম্মানে ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন- ট্রাফিক পূর্ব বিভাগ মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ, ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, হাসনে আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সালেহ ইকবালসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা।

এ কর্মসূচির আওতায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।