ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মে ২১, ২০১৯
বগুড়ায় বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের ইফতার মাহফিল ইফতার ও দোয়া মাহফিলে অতিথিরা। ছবি: বাংলানিউজ

বগুড়া: বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে বগুড়ায় বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) বিকেলে শহরের বিয়াম ফাউন্ডেশনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিমেন্ট সেক্টর বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন, বসুন্ধরা সিমেন্টের সিনিয়র ম্যানেজার সেলস আশিক আহমেদ, ম্যানেজার মার্কেটিং ফাংশনস মো. সাইফুল ইসলাম রুবেল, কিং ব্র্যান্ড সিমেন্টের ব্র্যান্ড ম্যানেজার মো. শামীম আল মামুন, কিং ব্র্যান্ড সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. জিল্লুর রহমান, বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. সোহেল রানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ‍উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে ডিলার, রিটেইলার, স্থানীয় প্রকৌশলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ প্রায় পাঁচ শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।

এসময় দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
এমবিএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।