ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেট ৩২৮ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, মে ২৩, ২০১৯
জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেট ৩২৮ কোটি টাকা জাতীয় সংসদ সচিবালয় কমশিনের ৩০তম বৈঠক

ঢাকা: ২০১৯-২০ অর্থবছরে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ৩২৮ কোটি টাকার প্রস্তাবতি বাজটে অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদ সচিবালয় কমশিনের ৩০তম বৈঠকে এ বাজেট প্রস্তাব অনুমোদন পেয়েছে।
 
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদশে জাতীয় সংসদরে স্পিকার ড. শারমীন চৌধুরী।


 
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় উপনতো রওশন এরশাদ, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
 
জাতীয় সংসদরে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।
 
বৈঠকে ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩২৮ কোটি ২২ লাক টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। যা গতবছরের তুলনায় ৯ দশমিক ৭১ শতাংশ বেশি।
 
২০১৮-২০১৯ এর সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। এছাড়া অনুমোদন করা হয় ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ অর্থবছরের বাজেট প্রক্ষেপণ।
 
সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগের নতুন পদ সৃষ্টিসহ পদোন্নতির বিষয়ে আলোচনা হয়। সংসদ ভবনের নিরাপত্তা বাড়ানো, মেরামতসহ সংসদ ভবনের সার্বিক উন্নয়নের জন্য সুপারিশ করে কমিটি। সংসদের লেক সংস্কারের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন গৃহায়ন ও গণর্পূত সচিব।
 
বৈঠকের শুরুতে ২৯তম সংসদ সচিবালয় কমিশনের বৈঠকের র্কাযবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।
 
আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদে খান।
 
অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, গৃহায়ন ও গণর্পূত সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ সংসদ সচিবালয়ের সংশ্লষ্টি র্কমর্কতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
বাংলাদশে সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।