ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাবান্ধায় ৯ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
বাংলাবান্ধায় ৯ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি 

পঞ্চগড়: ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে নয়দিন বন্ধ ঘোষণা করেছেন আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। 

আগামী শনিবার (১ জুন) থেকে টানা রোববার (৯ জুন) পর্যন্ত ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে এই আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে বলে বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা বাংলানিউজকে জানান, আগামী সোমবার (১০ জুন) থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মে ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।