ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পিওরইটে সুরক্ষিত জিফোরএস কর্মীরা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মে ৩১, ২০১৯
পিওরইটে সুরক্ষিত জিফোরএস কর্মীরা

ঢাকা: বিশ্বের সর্বাধিক বিক্রিত ওয়াটার পিউরিফায়ার পিওরইট এখন ডায়রিয়া ও টাইফয়েডের মতো পানিবাহী রোগ থেকে সুরক্ষা দেবে নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান জিফোরএস বাংলাদেশের ১৩ হাজার ৫০০ কর্মীকে।

সম্প্রতি জিফোরএস ও ইউনিলিভার বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় দেশজুড়ে জিফোরএসের সব অফিস ও ব্যারাকে পিওরইট রিভার্স ওসমোসিস পিউরিফায়ার ইনস্টল করা হবে।

ফলে প্রতিবছর বিশুদ্ধ পানির পেছনে হওয়া খরচের একটি বড় অংশ বাঁচাতে পারবে জিফোরএস।

ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে ও জিফোরএস সিকিউর সলিউশনস প্রাইভেটের ব্যবস্থাপনা পরিচালক সেলিম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঢাকায় ইউনিলিভার বাংলাদেশের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ৩১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।