ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে ভাইব্রেন্ট’র যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জুন ১, ২০১৯
রাজশাহীতে ভাইব্রেন্ট’র যাত্রা শুরু নতুন শো-রুমের উদ্বোধন করছেন ভাইব্রেন্টের রিটেইল অপারেশন ম্যানেজার এস এম বেনজীর সাকলাইনসহ অন্যরা।

ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবার রাজশাহীতে যাত্রা শুরু করেছে ইউএস বাংলা ফুটওয়্যার লিমিটেডের ব্র্যান্ড ভাইব্রেন্ট।

শুক্রবার (৩১ মে) নগরের বোয়ালিয়ার মেট্রোপলিটন মার্কেটে এ নতুন শো-রুমের উদ্বোধন করা হয়। শো-রুমের উদ্বোধন করেন ভাইব্রেন্টের রিটেইল অপারেশন ম্যানেজার এস এম বেনজীর সাকলাইন।

শনিবার (১ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও থাকছে বিভিন্ন ডিজাইনের লেদারসামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফস্টাইল সামগ্রী। ভাইব্রেন্টের সব আউটলেটে প্রায় ৯০০ ডিজাইনের জুতার কালেকশন রয়েছে।

গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের পুরুষ, নারী ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুমগুলোতে। ভাইব্রেন্টসামগ্রীর মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা দিয়ে যাচ্ছে। এর পণ্যসামগ্রী নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি।

উদ্বোধন উপলক্ষে রাজশাহীর গ্রাহকরা ২০ শতাংশ মূল্যছাড়ে পণ্য কেনার সুযোগ পাবেন। যেকোনো সেবা পেতে এই ০১৭১১৪০৬৮৪৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, যশোর, ময়মনসিংহ ও বগুড়ায় ভাইব্রেন্টের শো-রুম রয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ০১, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।