ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টানা ৭ দিনের ছুটিতে ভোমরা বন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুন ২, ২০১৯
টানা ৭ দিনের ছুটিতে ভোমরা বন্দর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা: ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের ছুটিতে থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। 

এজন্য রোববার (২ জুন) থেকে শনিবার (৮ জুন) পর্যন্ত ভোমরা স্থলবন্দরে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম।  

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নিয়ামুল হাসান বাংলানিউজকে জানান, ঈদুল ফিতর উপলক্ষে সাতদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

 

এ বিষয়ে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এইস এম আরাফাত হোসেন বাংলানিউজকে বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মচারী অ্যাসোসিয়েশন ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সাতদিন বন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে আগের মতো যথা নিয়মে যাওয়া-আসা করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা।

রোববার (৯ জুন) থেকে আবারও শুরু হবে স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।