ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদ উপলক্ষে ফ্যান্টাসি কিংডমে নতুন দুইটি রাইড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জুন ৩, ২০১৯
ঈদ উপলক্ষে ফ্যান্টাসি কিংডমে নতুন দুইটি রাইড সংবাদ সম্মেলন

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে অত্যাধুনিক দুইটি আন্তর্জাতিক মানসম্পন্ন রাইড রক অ্যান্ড রোল ও  ৯ ডি (ভি আর) সিনেমা সংযোজন করা হয়েছে।

এই ঈদের নতুন সংযোজন হিসেবে রক অ্যান্ড রোল রাইডটি একইসঙ্গে রকিং এবং থ্রিলিং অনুভূতি জাগাবে। একই সঙ্গে সর্বোচ্চ ৪০ জন দর্শনার্থী উপভোগ করতে পারবেন এই রাইডটি।

ঈদের আনন্দ যেন এখানেই থেমে না থেকে, এজন্য হারিয়ে যাই কল্পনার জগতে আর তাই ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স’র অভিনব আয়োজন ৯ ডি (ভি আর) সিনেমা।

শুধু সিনেমাই নয়, ৯ডি ভি আর এ খেলা যাবে মটো জিপি, মনস্টার রেলম্স, মাইটি মেট্রো, র‌্যাম্ব এবং এলিয়েন এক্সট্রিমিনিটরসহ আরও অনেক এক্সাইটিং গেমস। একসঙ্গে ছয়জন ৯ডি রাইডটি উপভোগ করতে পারবে। বিনোদন শিল্পে নতুন মাত্রা যোগ করার লক্ষে সবসময় কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড পথিকৃত।

রোববার (২ জুন) সংবাদ সম্মেলন করে এই রাইড দুইটি উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার, ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের মহা-ব্যবস্থাপক মেজর (অব.) মনজুর উদ্দিন, হেড অব মিডিয়া অ্যান্ড পিআর এম মাহফুজুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (বিপণন) উজ্জল কুমার বসাকসহ কনকর্ড এন্টারটেইনমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।