ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর্মচাঞ্চল্য ফিরেছে বুড়িমারী স্থলবন্দরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ৯, ২০১৯
কর্মচাঞ্চল্য ফিরেছে বুড়িমারী স্থলবন্দরে

লালমনিরহাট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা আটদিন  সরকারি ছুটি কাটিয়ে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর।

রোববার (০৯ জুন) সকাল থেকে বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় পণ্যবাহী ট্রাক। ফলে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে বন্দরটি।

এর আগে, শুক্রবার (৩১ মে) বিকেলে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সিদ্ধান্তে শনিবার (০১ জুন) থেকে টানা আটদিন ছুটির কবলে পড়ে বন্দরটি।  

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বাংলানিউজকে বলেন, সকাল থেকে বুড়িমারী  স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ছুটি শেষে পুনরায় প্রাণ ফিরে পেয়েছে বন্দরটি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।