ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেট চেম্বারের নির্বাচন ২১ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
সিলেট চেম্বারের নির্বাচন ২১ সেপ্টেম্বর

সিলেট: সিলেট চেম্বার অব কমার্সের ২০১৯-২০২১ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ জুন) রাতে চেম্বার কনফারেন্স কক্ষে নির্বাচনী বোর্ড ও আপিল বোর্ডকে নিয়ে নির্বাচনের দিন নির্ধারণ করেন চেম্বার প্রশাসক আসাদ উদ্দিন আহমদ। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


 
সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ ও অ্যাডভোকেট মো. জুনেল আহমদ।
 
আরো উপস্থিত ছিলেন- আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম, সদস্য অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন ও আপিল বোর্ডের সদস্য ও সিলেট চেম্বারের সাবেক পরিচালক হারুন আল রশিদ দিপু।
 
সভায় আসাদ উদ্দিন আহমদ সিলেট চেম্বারের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
 
বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।