ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে পানীয় সরবরাহ করবে ট্রান্সকম বেভারেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
আইসিসিবিতে পানীয় সরবরাহ করবে ট্রান্সকম বেভারেজ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন/ছবি- জি এম মুজিবুর

ঢাকা: ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সব ধরনের পানীয় পণ্য সরবরাহ করবে ট্রান্সকম বেভারেজ লিমিটেড (টিবিএল)।

বুধবার (২৬ জুন) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার সেমিনার হলে এ বিষয়ে চুক্তি নবায়ন করা হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন হেড অব আইসিসিবি অ্যান্ড সিএইচআরও (সেক্টর-এ, বিজি) ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.) ও ট্রান্সকম বেভারেজ লিমিটেডের হেড অব সেলস অ্যান্ড ডেভলপমেন্ট শহীদ হোসেন আশরাফী।

চুক্তির আওতায় ট্রান্সকম বেভারেজ লিমিটেড (টিবিএল) উৎপাদিত কার্বোনেটেড সফট ড্রিংকস মিরিন্ডা, সেভেন আপ, পেপসি, মাউন্টেন ডিউ, নন কার্বোনেটেড সফট ড্রিংকস স্লাইস, ড্রিংকিং ওয়াটার অ্যাকুয়াফিনা, সোডা এভারভেস সরবরাহ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসিবি’র হেড অব ক্যাটারিং আব্দুর রহমান, ডিজিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মো. মনিরুল ইসলাম পলাশ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।