ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করদাতাদের জন্য শনিবার ব্যাংক খোলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
করদাতাদের জন্য শনিবার ব্যাংক খোলা ফাইল ফটো

ঢাকা: আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়ায় সুবিধার জন্য শনিবার (২৯ জুন) সারাদেশে তফসিলি ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 

বৃহস্পতিবার ( ২৭ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে চেক/চালান/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট সেবা দেওয়ার লক্ষ্যে সব তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে জেলা পর্যায়ের সব ব্যাংক ও উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংক শনিবার (২৯ জুন) খোলা রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এসই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।