ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অপ্রদর্শিত অর্থ যেভাবেই হোক দেশে রাখতে হবে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
অপ্রদর্শিত অর্থ যেভাবেই হোক দেশে রাখতে হবে  এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভা

ঢাকা: দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও বিনিয়োগের স্বার্থে অপ্রদর্শিত অর্থ যেভাবেই হোক দেশে রাখতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট ও অর্থবিল নিয়ে এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, দেশে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ বাড়াতে হবে।

এক্ষেত্রে যদি ট্যাক্সের ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে হয় সেটাও দিতে হবে। দেশের টাকা যদি দেশই বিনিয়োগ হয় এর চেয়ে ভালো কিছু হতে পারে না।  

তিনি আরো বলেন, একটি লক্ষ্য নিয়ে বাজেট করা হয়েছে। সময় যাবে বাজেট বাড়বে এটাই স্বাভাবিক। তবে কোথাও কোথাও ট্যাক্স বেশি ধরা হয়েছে। সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। বাজেট পাস হলে বাড়ানোর সুযোগ না থাকলেও অনেক কিছুই কমানো যাবে।  

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ এফবিসিসিআই’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

আলোচনায় এফবিসিসিআই সভাপতি আগামী ২০১৯-২০ অর্থবছরে জনমুখী ও ব্যবসা সহায়ক জাতীয় বাজেট প্রণয়নের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শিল্পখাতে বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পের প্রসার, প্রণোদনা ও অধিক প্রতিযোগিতার সক্ষমতাকে বাজেটে উন্নয়ন কৌশল হিসেবে নেওয়া হয়েছে যা ইতিবাচক।  

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি রুবানা হক, বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, ডিসিসিআই’র সভাপতি ওসামা তাসির, প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, ই-কমার্স সভাপতি শমী কায়সার প্রমুখ।

প্রস্তাবিত বাজেট পর্যালোচনা শেষে এফবিসিসিআই প্রতিনিধিত্বকারী বিভিন্ন অ্যাসোসিয়েশন ও চেম্বারগুলোর প্রস্তাবনাগুলো তুলে ধরেন শেখ ফজলে ফাহিম।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।