ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৪ জুলাই ঢাকায় ‘কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
১৪ জুলাই ঢাকায় ‘কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত হু ক্যাং ইল, ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের (কেআইটিএ) আয়োজনে আগামী রোববার (১৪ জুলাই) ঢাকায় ‘কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সোমবার (০১ জুলাই) কোরিয়া দূতাবাসে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত হু ক্যাং ইলের মধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কোরীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে অনুষ্ঠেয় ‘কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি ওয়ান-কু।  

সভায় এফবিসিসিআই সভাপতি এবং রাষ্ট্রদূত দু’দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

এসময় আলোচনায় কোরীয় দূতাবাসের দ্বিতীয় সচিব এবং এফবিসিসিআই মহাসচিব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।